বালি

এপ্রি ২৭, ২০২৩

চোখ জুড়িয়ে যায়, মন ভরে ওঠে । স্নিগ্ধ বোধ হয় । বালি’র প্রায় প্রতিটি বাড়ি, বাড়ির গেট, দরজা- জানালা, সড়ক, বিপণীবিতান, মন্দির, সৈকত, পর্যটন স্পটে শৈল্পিক স্বাক্ষর রেখেছেন বালিবাসী। কাঠ, বাঁশ, বেত, গাছ, ফুল, কাগজ, ঘাস, পাথর, স্থাপত্য, ভাষ্কর্যের অপূর্ব দৃশ্য সর্বত্র ছড়ানো । পাহাড় ও মেঘের মিতালি । পাহাড়ের গায়ে সূর্যের আলো ছায়া । রন্ধন যেখানে শিল্প । দিনের বালি জেগে ওঠে সূর্যের আলোয়, সৈকতের বালুকাবেলায় ফেনায়িত জলরাশি আছড়ে পড়ে । জলের উপরে, জলের নীচে ভ্রমণ আর ক্রীড়া । রাতের বালি আর দশটা পর্যটন নগরীর মতই বিয়ারের ফেনায় উছ্লে ওঠে।

জুলাই ২৩, ২০১৯