গিয়ছিলাম ২০১৪ সনে। মোট ৩ টি পরিবার। পারো ও থিম্পু। সব মিলিয়ে ছিলাম ৪ দিন। শীত নয়, আবার গরমও নয়। যেন প্রাকৃতিক শীতাতপ নিযন্ত্রিত আবহাওয়া। প্রতি মিনিটে কয়েকবার সবুজ যেন নীল হয়। নীল হয়ে ওঠে সবুজ। আলোর খেলা। পরিচ্ছন্ন ও স্নিগ্ধ রুচির ছাপ সর্বত্র। কোলাহল নেই। দু’দন্ড শান্তি খুঁজে পেতে ভুটান আমার বারবার যেতে ইচ্ছে হয়।



