মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সারাদিন। আব্রাহাম লিংকন মন্যুমেন্ট থেকে শুরু হয়ে দু মাইলের একটা প্রশস্ত মল। সামনে বিশাল জলাধার। তাতে ওয়াশিংটন মন্যুমেন্ট এর ছায়া। তা থেকে হাঁটা পথের দূরত্বে হোয়াইট হাউজ, ক্যাপিটল, জেফারসন মন্যুমেন্ট, ওয়াশিংটন মিউজিয়াম অব সায়েন্স, ওয়াশিংটন মিউজিয়াম অব আর্টস গ্যালারি, ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়াল, সিভিল রাইট আন্দোলনের কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিং জুনিয়র মন্যুমেন্ট, পটোমেক নদী ও তার তীরে চেরি ফুলের গাছ। আরো বেশ কয়টা মিউজিয়াম। সব জায়গায় যাওয়ার মত সময়ও নেই। তবে যাই দেখি। বিশাল সব আকারে প্রকারে। এর মাঝেই হল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। হাজারো মানুষ বিশেষ চশমা দিয়ে দেখার চেষ্টায়। আমরাও একজনের কাছ থেকে চেয়ে দেখে নিলাম। Dipak দা’র স্নেহ সান্নিধ্যে সারাদিন আর রাতে সিমকি দিদি’র হাতে রান্না করা খাবার। অসাধারণ একটা দিন গেল।