ব্লু রিজ মাউন্টেন, নর্থ ক্যারোলাইনা

এপ্রি ১৯, ২০২৪

জন ডেনভার এর Country Road Take Me Home গান আমাদের বহুকাল ধরে প্রিয়।

“Almost heaven, West Virginia
Blue Ridge Mountains, Shenandoah River
Life is old there, older than the trees
Younger than the mountains, growin’ like a breeze
Country roads, take me home
To the place I belong
West Virginia, mountain mama
Take me home, country roads
All my memories gather ’round her
Miner’s lady, stranger to blue water
Dark and dusty, painted on the sky
Misty taste of moonshine, teardrop in my eye”

আমেরিকার উত্তরে Shenandoah National Park আর দক্ষিণে Great Smoky Mountains National Park এর মধ্যে ৪৬৯ মাইলের ব্লু রিজ পার্কওয়ে। দুর থেকে দেখা যায় এর গাছের সবুজ, আকাশের নীল, আর প্রাকৃতিক ধোঁয়া।

ঠান্ডা। হিমেল হাওয়া। মাঝে মাঝে হ্রদ।
আাঁকা বাঁকা পথ। সাজানো বাগানের মত ঘাস। দারুণ সব বাড়ি।

এমন আকাশের নীচেই তো এমন সব গান আসে। Blue Ridge Mountain দিয়ে একটা সার্চ দিয়ে দেখুন গুগলে। কত্তগুলো শিল্পীর গান পাওয়া যায় নিজেই দেখুন।

যাওয়ার পথে গিয়েছিলাম লেক নরম্যান। মানুষের তৈরী এক বিশাল লেক। তার তীর ঘেষে গড়ে ওঠা এক জনপদ। কলেজ, বিশ্ববিদ্যালয়, আবাসিক, বাড়ি ঘর, রেস্তোরাঁ।

আমেরিকা আকারে প্রকারে কত বড় তা বললে বোঝা খুব মুশকিল। দেখলে কিঞ্চিৎ বোঝা তো যায়।

এ এক দারুণ অভিজ্ঞতা। পুত্র Sajid Hasan Chowdhury ‘র স্কুল জীবনের বন্ধু Mansib Tahsin Arko আজ সারাদিন মানে প্রায় ৭ ঘন্টা নিজে গাড়ি চালিয়ে আমাদের জন্য এ ট্রিপ দিল।মানসিভ এর জন্য ভালোবাসা।

অসাধারণ। সত্যি দারুণ।
কিছু ছবি থাকল সাথে।