কোথায় পাব তারে ?

এপ্রি ২৭, ২০২৩

যতদূর চোখ যায় গাড়ি আর গাড়ি , পিপিলিকার দীর্ঘ সারি যেন । হেড লাইট – ব্যাক লাইট ছুটছে দ্রুত । সুউচ্চ দালানের জানালার কাঁচ গলে আসা আলো । ছুটছে মানুষ । নিয়ন আলোয় হাসছে লাস্যময়ী ।আকাশ ছোঁয়া বিলবোর্ড। হস্তচালিত রিক্সাকে বিদায় জানিয়ে মটর যানের বিপুল দাপট । ভীষণ ব্যস্ত মানুষ এবং যান । নগরী এখন মহানগরী ।

‘আকাশ ভরা সূযর্তারা ‘ । অপার বিষ্ময় ।
একটা আইফোন । অথবা গ্যালাক্সী নোটবুক । নিদেনপক্ষে একটা আ্যনড্রয়েড ।
গাড়ি ,লেটেস্ট । ফ্ল্যাট , নগরীর অভিজাত এলাকায় । পোষাক , অবভিয়াসলি ব্রান্ডেড । ঘড়ি ,অনূন্য অর্ধ লক্ষাধিক । সর্দি কাশির চিকিৎসা । তাও, তারকা হাসপাতাল ।

স্কুলের মনোগ্রামে ছিল ‘Truth Shall Prevail ‘ . রামসুন্দর এর বাল্যশিক্ষা ছিল -” সকালে উঠিয়া আমি মনে মনে বলি , সারাদিন আমি যেন ভাল হয়ে চলি” ।মনে লয়, যেন প্রস্থর যুগের বাণী !!!!!

অর্থ না হয় হলো । বিত্ত বাসনা না হয় ধরা দিল । সুখ আর স্বস্তি ? যেন বিপরীত মেরুর বাসিন্দা । রাধারমন । রবীন্দ্রনাথ । হাসন -লালন । এস ডি বমর্ণ । গালিব । ত্বকী মীর ।হাফিজ । খৈয়াম । কোথায় পাব তারে ?