ক্যাসেল এর শহর এডিনবারা

মার্চ ২২, ২০২৪

এডিনবারা যেন ক্যাসেল এর শহর। এর দোকান পাট, বাড়ি ঘর দোর, খ্যাত অখ্যাত স্থাপনা, বার – পাব, মার্কেট, হোটেল, রাজবাড়ি, সীমানা প্রাচীর। সবটাতেই দুর্গের কোন না কোন ফর্ম। পাথরের উপর পাথর। ইট সুরকি লাইম স্টোন প্লাস্টার।


একটা আস্ত দুর্গের মধ্যে ঘুরে বেড়ানো। সকালটা হেঁটে বেড়ালাম Museum of Childhood, Scotish Parliament, Palace of Holyroodhouse। কিছু ছবি তোলা হল। ঠান্ডা বাতাস বইছে। নাক দিয়ে ঢোকে। কান দিয়ে ঢোকে। হাত অসাড় মনে হয়। তাই যত ছবি তুলতে ইচ্ছে করে, ততটা তোলা হয়না। হাত মৌজা থেকে হাত বার করতে ইচ্ছে করেনা। কফি পান করি। শরীরে উত্তাপ আনার চেষ্টায়। তবুও, যেদিকে তাকাই মুগ্ধতা ছড়ায়। আরো আরো।